জিন্নাত হোসেন, জেলা প্রতিনিধি দিনাজপুর।- বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সংগঠন উপ-পরিষদের উদ্যোগে ৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৩টায় জেলা কার্যালয়ে বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি কানিজ রহমান। সভার শুরুতে বেগম রোকেয়ার জীবনী নিয়ে স্বলিখিত প্রবন্ধ পাঠ করেন জেলা শাখার সহ-সভাপতি প্রফেসর অর্চনা অধিকারী। আলোচনা করেন জেলা শাখার সহ-সভাপতি মাহাবুবা খাতুন, সহ- সভাপতি মিনতি ঘোষ, সাধারণ সম্পাদক ড.মারুফা বেগম,সহ-সাধারন সম্পাদক মনোয়ারা সানু, অর্থ সম্পাদক রত্না মিত্র,লিগ্যাল এইড সম্পাদক জিন্নুরাইন পারু,পরিবেশ সম্পাদক মওদুদা বেগম,জেলা শাখার সদস্য অনামিকা পান্ডে। আলোচকেরা বলেন, স্বশিক্ষায় সপ্রচেষ্টায় গড়ে ওঠা, জেগে ওঠা শতাব্দীর অগ্রপথিক বেগম রোকেয়া। আমাদের সমাজে বিরাজমান সকল প্রকার গোঁড়ামি, অন্ধত্ব, কুসংস্কার – নারীর দাসত্ব অবমাননার বিরুদ্ধে, নারী-পুরুষের সমতার পক্ষে, নারীর ক্ষমতায়নের পক্ষে, অগ্রসর জীবন ও সমাজ ভাবনার এক সমাজ সংস্কারক। রোকেয়া ও তাঁর চিন্তা-ধারা বাংলাদেশের নারী আন্দোলনের কেন্দ্রীয় ভাবনায় ও কর্মে আছে। নারীমুক্তি ভাবনায় তাঁর স্বাপ্নিক বহুদূরগামী দৃষ্টিভঙ্গী আজ বাংলাদেশের নারী আন্দোলনের বহুমাত্রিক কর্মকান্ডে প্রতিফলিত। সভায় জেলা ও পাড়া কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply