শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৭ পূর্বাহ্ন

দিনাজপুর সদর উপজেলা শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ১৭১ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি।- সমবায় একটি সামগ্রিক চেতনার নাম। সঞ্চয়ী মনোভাব গড়ে তোলে সমবায়ের ভিত্তিতে সীমিত সম্পদ কাজে লাগিয়ে আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন সম্ভব। যার জন্য রাষ্ট্র সমবায়কে একটি যুগান্তকারী কর্মসূচীর অগ্রপথিক হিসেবেই গণ্য করে। এ জন্য সকলের প্রতি সঞ্চয়ী মনোভাব গড়ে তোলে আর্থ সামাজিক উন্নয়নের আহ্বান জানানো হয়।

দিনাজপুর সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর ১৬ তম বার্ষিক সাধারন সভায় বক্তারা এসব কথা বলেন।

শনিবার বিকেলে দিনাজপুর শহরের বন্ধন কমিউনিটি সেন্টারে আয়োজিত এই সাধারন সভায় সভাপতিত্ব করেন কালব ‘ক’ অঞ্চলের ডিরেক্টর ও সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর চেয়ারম্যান মোঃ একরামুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দিনাজপুর সদর উপজেলা সমবায় অফিসার মোঃ হাফিজুর রহমান, দিনাজপুর ক্লাষ্টার প্রতিনিধি পরিষদের সেক্রেটারী একরাম হোসেন তালুকদার ও কালব দিনাজপুর জেলার সহকারী ব্যবস্থাপক হাবিবুর রহমান। বক্তব্য রাখেন, সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর ভাইস চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, ডিরেক্টর মোঃ আজহারুল আলম ও ডিরেক্টর মোঃ এনামুল হক।

সভায় সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর সেক্রেটারী মোঃ সামিনুর ইসলাম বার্ষিক রিপোর্ট এবং বার্ষিক আয়-ব্যায়ের রিপোর্ট ও আগামী অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন ট্রেজারার এম.এম রুহুল আমিন সরকার। এসব রিপোর্টের উপর আলোচনা করেন, সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর সদস্য ও সাবেক চেয়ারম্যান আকরাম হোসাইন বাবলুসহ অন্যান্য সদস্যরা। সভায় বিস্তারিত আলোচনান্তে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়।

অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সন্মাননা প্রদান ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে সভার সভাপতি মোঃ একরামুল হক সদস্যদের সঞ্চয়ী মনোভাব গড়ে তোলে ক্রেডিট ইউনিয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার সকল সদস্যদের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com