শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৯:১৫ পূর্বাহ্ন

দীর্ঘ ১১ বছর নিখোঁজ থাকার পর উদ্ধার হলো নূর ইসলাম

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ২৯৪ বার পঠিত

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দীর্ঘ ১১ বছর ধরে নিখোঁজ থাকার পর দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশন থেকে উদ্ধার করা হলো মোঃ নূর ইসলাম (৫০) কে ৷ রবিবার বিকাল  ৫ টায় পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশি সূদীর্ঘ  ১১ বছর যাবত পাগল বেশে পার্বতী পুর রেলওয়ে জংশন  এলাকায় অবস্থানরত  মোঃ নুর ইসলামকে উদ্ধার করে তাঁর স্বজনদের হাতে তুলে দেয়৷ তাঁর পিতা মৃতঃ ফয়েজ উদ্দীন, সাং-গাছিডাঙ্গা, থানা-ভূরঙ্গামারী, জেলা -কুড়িগ্রাম৷ তার ভাতিজা  মোঃ মিলন (২৫) ও  গোলাম  রব্বানী চাচাকে সনাক্ত করায় পরিচয় নিশ্চিত  হয়ে   স্বজনদের  কাছে তাঁকে  হস্তান্তর করা হয়েছে বলে পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদুল হক জানান৷ তিনি আরো জানান,দীর্ঘ ১১ বছর আগে পাগল প্রায়  নূর ইসলাম নিখোঁজ হন৷ তাঁর আত্মীয় পরিজনেরা অনেক খোঁজা খুজি করে তাঁকে না পেয়ে ধরেই নিয়েছিলেন তিনি আর বেঁচে নেই ৷ সে কারনেই তাঁকে কাছে পেয়ে স্বজনরা আনন্দে  কেঁদে  ফেলেন। তবে এ-কান্না খুশির  কান্না।
তাঁর ভাতিজা মিলন জানান,দীর্ঘ ১১ বছর ধরে তাঁর চাচা নিখোঁজ ছিল৷ ফেস বুকে ছবি দেখে তাঁরা জানতে পারেন তিনি পার্বতীপুর রেলওয়ে জংশনে আছেন৷ তখন তাঁরা এখানে এসে রেলওয়ে থানা পুলিশের সহযোগীতায় তাঁর চাচাকে উদ্ধার করেন৷ তিনি বলেন,চাচাকে পেয়ে আমরা খুব খুশী৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com