বজ্রকথা প্রতিনিধি।- ১৬ আগস্ট রবিবার বিকেল উপজেলার ধুলগাড়ী গ্রামে পারিবারকি ঝগড়াকে কেন্দ্র করে দুইভাই আহত হয়েছে। জানা গেছে একই পরিবারের দুই বউ তুচ্ছ বিষয়কে নিয়ে ঝগড়া বাধালে তাতে যোগ দেয় দুই ভাই। এর পর হাতা হাতি শুরু হলে আনারুল (৩৫) এবং বখতিয়ার (৩০) উভয়ে আহত হন। তবে বখতিয়ারের অবস্থা আশংকা জনক। তাকে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় বলে জানা গেছে।
Leave a Reply