নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশিদ।- দিনাজপুর ৬ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক এমপি মহোদয় এর রোগমুক্তি কামনা করে নবাবগঞ্জ উপজেলার প্রাণ কৃষ্ণপুর জামে মসজিদে দোয়া অনুষ্ঠান ও তোবারক বিতরণ করেন মোছাম্মৎ তাসলিমা বেগম। আজ রবিবার ১ নভেম্বর ৫ নং পুটিমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী মোছাম্মৎ তাসলিমা বেগম তার নিজ হাতে পালিত একটি ছাগলের খাশী কুরবানী করে দোয়ার অনুষ্ঠান ও তবারক বিতরণ করেন।আজ# বাদ জোহর চরারহাট প্রাণ কৃষ্ণপুর জামে মসজিদে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রায় ৩০০ লোক উপস্থিত ছিলেল।
Leave a Reply