1. admin@bwazarakatha.com : bwazarakatha com : bwazarakatha com
শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১, ০২:০২ অপরাহ্ন

নবাবগঞ্জে অপসোনিন এর সেলসম্যানের ঔষধ চুরি ঘটনা ধরা পড়ায় অপসোনিনে ঔষধ বর্জন

  • আপডেট সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৩৪ বার পঠিত

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।-দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার অপসোনিন ফার্মাসিউটিক্যাল এর সেলস ম্যান কর্তৃক বার বার ঔষধ চুরির ঘটনায় নবাবগঞ্জের ঔষধ ব্যবসায়ীরা সহ নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও অপসোনিন ফার্মার সকল ঔষধ বর্জন করেছে বলে নবাবগঞ্জের ঔষধ ব্যবসায়ীরা জানায়।নবাবগঞ্জের ফারুক আহমেদ সহ কয়েকজন ঔষধ ব্যবসায়ী অভিযোগ তুলে জানায় অপসোনিন ফার্মার নবাবগঞ্জ এলাকার সেলসম্যান ইবনে মাসুদ গত ১৭ জুলাই/২১ বেলা ১১ টায় নবাবগঞ্জের আফতাবগঞ্জ বাজারের “আরেগ্য চিকিৎসালয়” নামক দোকানে ঔষধ দিলে ঔষধের প্যাকেটে ঔষধ কম পাওয়ায় দোকান মালিক জাহাঙ্গির তাকে আটক করে ঔষধ ব্যবসায়ী জেলা সভাপতি আঃ মমিনকে বিষয়টি জানায়।জেলা সভাপতি বলেন ২৮ জুন/২১ নবাবগঞ্জ নিশি ফার্মেসীতে একই ঘটনা ঘটালে বিষয়টি মিমাংশার দায়িত্ব আমার নিকটে আছে! আর যেহেতু পুনরায় আপনার দোকানেও ঔষধ কম দেয়ার ঘটনা ঘটিয়ে এটারও মিমাংসার দায়িত্ব আমি নিলাম। ওই দিন রাত ০৮ টায় নবাবগঞ্জ হক ফার্মেসীতে ঔষধ কম দেয়ার অনুরুপ ঘটনা ঘটায়।২৮ জুন/২১ নিশি ফার্মেসী অপসোনিন ফার্মার দিনাজপুর, রংপুরসহ হেড অফিস ঢাকায় ফোনে বিষয়টি জানালে নবাবগঞ্জ ঔষধ ব্যবসায়ীর সভাপতিকে প্রতিশ্রুতি দিয়ে বলা হয় যে,পরবর্তীতে এহেন দুঃখ জনক ঘটনা আর কোন দিন ঘটবেনা।উল্লেখ ১৭ জুলাইয়ের পর কয়েকটি ঔষধ চুরির ঘটনা অপসোনিন ফার্মার জেলা প্রতিনিধিকে জানালে ন্যায় বিচারের পরিবর্তে নবাবগঞ্জের ঔষধ ব্যবসায়ীদের হুমকি প্রদান করেন।এ ব্যপারে মোবাইল ফোনে অপসোনিন ফার্মার নবাবগঞ্জ সেলসম্যানকে মোবাইল ফোনে জিজ্ঞাসা করলে তিনি বলেন এ গুলো ভুলবশত হয়েছে এবং কিছু সিরাপের কার্টুনে সিরাপ ভেঙে গিয়েছিল আমরা পরর্তিতে ঔষধ দেয়ার সময় মিলিয়ে দিচ্ছি।তার কাছে জেলা প্রতিনিধির নাম ও ফোন নাম্বার চাইলে সে তা দিতে অস্বীকার করে। জেলা প্রতিনিধির নাম্বার না পাওয়ায় জিজ্ঞাসা করা সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই রকম আরো সংবাদ

© All rights reserved © 2020 Bwazarakatha.Com
Design & Development By Hostitbd.Com