নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। ”দূর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন”প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে ও বে-সরকারী সংস্থা ল্যাম্বের সহযোগিতায় দিবসটি পালন করা করা হয়। দিবসটি পালনে ১৩ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারের পাদদেশে নবাবগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার হযরত আলীর নেতৃত্বে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিভানো ও ভবন থেকে মানুষ উদ্ধারের কশরত প্রদর্শন করে দেখান। এ সময় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দর্শকগণ সেখানে উপস্থিত ছিলেন।
Leave a Reply