নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের নবাবগঞ্জে আমার বাংলাদেশ পার্টির ব্যানারে সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগস্ট রবিবার দুপুরে উপজেলার ভাদুরিয়া বাজারে মজিদ মাস্টারের বাড়ীর উঠানে গোলাম সরোয়ার হোসেনের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়। করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের প্রতি সহযোগিতা মূলক কর্মসূচীর উদ্বোধন ও কমিটি গঠন উপলক্ষে ওই সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় আহবায়ক সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী, সহকারী আহবায়ক মজিবুর রহমান মন্জু, যুগ্ম আহবায়ক অধ্যাপক ডাঃ মেজর (অবঃ) ওহাব মিনার, ব্যারিস্টার আঃ হক সানি ও দৈনিক আমাদের বাংলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান চৌধুরী। এদিকে ওই সভার কথা জানতে পেরে নড়েচড়ে বসেন গোয়েন্দা সংস্থার সদস্যরা সহ পুলিশ প্রশাসন। এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থলে যান এবং বিস্তারিত জেনে নেন।
Leave a Reply