নবাবগঞ্জ দিনাজপুর থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া” বন্ধন রক্তদাতা সংগঠন” আয়োজিত কভিড-১৯ সচেতনতা রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।বুধবার দুপুর ১২ টায় উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার শাহজাহান আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাবগঞ্জ থানার এসে,আই,নুরুজ্জামা, বিশিষ্ঠ সমাজ সেবক আহসানুল হক শামীম, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম আযম, ভাদুরিয়া ইউনিয়ন যুবলীগের সেক্রেটারি খাদেমুল বাশার প্রিন্স, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জামাল বাদশা, ইউনিয়ন পরিষদের সদস্য হারুনুর রশীদ হারুন, সদস্য রিয়াজউদ্দিন, বন্ধন রক্তদাতা সংগঠন এর পরিচালক আল ইমরান ও সদস্য বিপ্লব সহ অন্যান্যরা। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও সভাপতি ক্রেস্ট প্রদান করেন।
Leave a Reply