নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরে নবাবগঞ্জ উপজেলা এলাকায় খাদ্য বান্ধব কর্মসূচীর চাল বিক্রি শুরু হয়েছে। আজ সোমবার থেকে ওই চাল বিক্রি শুরু করা হয়। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ হালিমুর রহমান জানান উপজেলার ৯টি ইউনিয়নের ১৯ জন ডিলারের মাধ্যমে খাদ্য বান্ধব কর্মসূচীর চাল বিক্রির কাজ শুরু করা হয়েছে।ডিলারগণ সপ্তাহের সোম মঙ্গল ও বুধবার ওই চাল বিক্রি করবেন। উপজেলার ৯টি ইউনিয়নের ১১ হাজার ৩১ জন সুবিধাভোগী রয়েছেন। তারা প্রতিজন প্রতি মাসে ১০ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল সংশ্লিষ্ট ডিলার গণের নিকট থেকে সংগ্রহ করবেন। আগামী অক্টোবর মাস পর্যন্ত এ কর্মসূচী চালু থাকার কথা রয়েছে।
Leave a Reply