নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- যাত্রী বেসে ভাড়া নিয়ে নির্জন স্থানে গিয়ে চালককে গাছের সাথে বেঁধে রেখে ১টি ব্যাটারী চালিত অটোচার্জর ইজিবাইক ছিনতাই করেছে ছিনতাইকারীরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ২৭ অক্টোবর সন্ধ্যায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ভাদুরিয়া বন অফিসের পাশ্ববর্তী বন এলাকার ভিতরে।উপজেলার পুটিমারা ইউনিয়নের আমোদনগর গ্রামের হযরত আলীর ছেলে অটোচালক আঃ মতিন জানান মঙ্গলবার ২৭ নভম্বের বিকাল সাড়ে ৫টার দিকে কনে দেখতে যাওয়ার কথা বলে দলারদরগা বাজার থেকে ৩ জন যাত্রী টুপির হাটে যাওয়ার জন্য তার অটোচর্জার ভাড়া নেন। এরপর সন্ধ্যায় যাত্রীরা কাঁচা সড়ক ধরে বনের ভিতরে নিয়ে গিয়ে নির্জন স্থানে তাকে গাছের সাধে বেঁধে এবং মুখে কস্টটেপ মেরে দিয়ে তার নীল রংয়ের অটো চার্জারটি ও তার ব্যবহৃত একটি এনড্রোয়েড মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। পরে পথচারীদের সহযোগিতায় সেখান থেকে সে উদ্ধার হয়।
Leave a Reply