নবাবগঞ্জ(দিনাজপুর)থেকে সৈয়দ হারুনুর রশীদ।-দিনাজপুরের নবাবগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১ আগষ্ট বেলা ১১টায় উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান তাজওয়ার মোহাম্মাদ ফাহিম নাইন্টি বক্তব্য রাখেন। এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোঃ রেজাউল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইনুল হক চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান শাবানা খাতুন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আওয়ামীলীগের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুধিজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে একই স্থানে আগামী ৫ আগষ্ট বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ও ৮ আগষ্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্ম বার্ষিকী উদযাপনেরও প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়।
Leave a Reply