নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জেে তথ্য অধিকার আইন বিষয়ে এক্টিভিস্ট গ্রুপের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার উপজেলার কালির হাট ফেইথ বাইবেল প্রশিক্ষণ কেন্দ্রে রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশের আয়োজনে ও ন্যাশনাল ইনডোমেন্ট ফর ডেমোক্রেসির সহযোগিতায় ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে রিইবের প্রকল্প ব্যবস্থাপক রুহি নাজ তথ্য অধিকার আইন বিষয়ের উপর আলোচনা করেন। এসময় রিইবের এসোসিয়েট কোঅর্ডিনেটর আকলিমা আকতার তন্মী, রিসার্চ অফিসার বনশ্রী ভলী,হিসাব রক্ষক মেহেরুন্নেসা মেরি,রংপুর এলাকার সমন্বয়কারী মতিউর রহমান ও সহকারী সমন্বয়কারী মুন্না দাস উপস্থিত ছিলেন।
Leave a Reply