নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।-দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ এক গৃহ বধূকে অপহরনের অভিযোগে দায়েরকৃত মামলায় ২ অপহরণ কারীকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃতরা হলো বিরামপুর উপজেলার দক্ষিন দাউদপুর গ্রামের মোঃ জালাল উদ্দীনের ছেলে মো. রায়হান কবির(২০) এবং একই গ্রামের মো. বাবুলের ছেলে চাঁন মিয়া ওরফে কালু(২০)। গ্রেফতারকৃতদের গতকাল মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায় বিরামপুর উপজেলার উত্তর কাটলা গ্রামের এক গৃহ বধূকে গত সোমবার অপহরন কালে নবাবগঞ্জ থানার মাহমুদপুর ইউনিয়ন এলাকায় অপহরণকারীরা জনতার হাতে আটক হয়। পুলিশ সংবাদ পেয়ে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ওই গৃহ বধূ বাদী হয়ে থানায় অপহরণ ও সহায়তার অভিযোগ আনয়ন করে ১টি মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ আটক অপহরণকারীদের গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার ২৫ এপ্রিল আদালতে সোপর্দ করেন। মামলার তদন্তকারী অফিসার এস আই বাবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply