নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার আয়োজন উপজেলার ৯ টি ইউনিয়নে একযোগে নারী নির্যাতন প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার ১৭ অক্টোবর সকাল ১০ টায় সারাদেশের সঙ্গে নবাবগঞ্জের ভাদুরিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধা শহিদুর রহমানের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে জনপ্রতিনিধি শিক্ষক ছাত্র -ছাত্রী, পুলিশ, বিভিন্ন পেশার মানুষ ও সাংবাদিকগন অংশগ্রহণ করেন। নবাবগঞ্জ থানার এস,আই নুরুজ্জামান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাদুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক জহুরুল হক রাজা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজাউল ইসলাম সবুজ, প্রবীণ রাজনীতিক ও চারবারের ইউপি চেয়ারম্যান আজিজুল হক খোকা,বর্তমান ইউপি চেয়ারম্যান আসমানজামিল, মহিলা এস আই লিলি, মহিলা সদস্য আসমা খাতুন, বাদুরিয়া স্কুল এন্ড কলেজের সহকারি (ইংরেজি) শিক্ষক রবিউল ইসলাম, স্কুলের কয়েকজন ছাত্রী সহ অন্যান্যরা।সমাবেশের শ্লোগান ছিল” নিরাপদ দেশ গড়ি নারী নির্যাতন বন্ধ করি, নিরাপদ সমাজ গড়ি নারী নির্যাতন বন্ধ করি, নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধ করি নারী বান্ধব নিরাপদ দেশগড়ি, সুখী সমৃদ্ধ বাংলাদেশে বন্ধ হোক নারী নির্যাতন নিশ্চিত হোক দেশের উন্নয়ন।
Leave a Reply