নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জে মঞ্জুরুল ইসলাম (২৬) নামে এক ভুয়া সমাজসেবা কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। সে পার্শ্ববর্তী বিরামপুর উপজেলার দিকশঁও গ্রামের রেজাউল ইসলামের ছেলে। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।পুলিশ জানায় মঞ্জুরুল ইসলাম নিজেকে সরকারী সমাজ সেবা অফিসার ভ’য়া পরিচয় দিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিবন্ধী ব্যক্তিদের তথ্য সংগ্রহ করে তাদেরকে প্রতিবন্ধী চিকিৎসা ভাতা করে দিবে মর্মে তাদের নিকট থেকে প্রতারণার মাধ্যমে বিভিন্ন পরিমানে অর্থ হাতিয়ে নিয়ে আসছিল। এমতাবস্থায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার কুশদহ ইউনিয়নের খালিপপুর (খলিফাপাড়া) গ্রামের আঃ রহমানের প্রতিবন্ধী ভাতাপ্রাপ্ত ছেলে ইসরাফিলের(২২) নিকট প্রতারণার মাধ্যমে ৫ হাজার ৫৫০ টাকা গ্রহনকালে সেখানে লোকজন জমায়েত হন এবং তার প্রকৃত পরিচয় জানতে চান। পরিস্থিতি বেগতিক বুঝে প্রতারক মঞ্জুরুল তার ব্যবহৃত মটর সাইকেল ও ব্যাগ ফেলে পালালোর চেষ্টা করলে জনতা তাকে আটক করে। পরে বিষয়টি তারা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সহ পুলিশকে অবহিত করেন। সংবাদ পেয়ে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে জনতার নিকট থেকে উদ্ধার করে নিয়ে আসে। এ ব্যাপারে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী বাদী হয়ে তার বিরুদ্ধে সরকারী কর্মকর্তা না হয়েও প্রতারণা মূলক ভাবে নিজেকে সরকারী সমাজ সেবা কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে টাকা গ্রহন করার অভিযোগ আনয়ন করে গত বৃহস্পতিবার বিকালে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় প্রতারক মঞ্জুরুলকে গ্রেফতার দেখিয়ে গতকাল আদালতে সোপর্দ করা হয়।
Leave a Reply