শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ১২:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পলাশবাড়ী কৃষি কর্মকর্তা কে মাটির স্বাস্থ্য সুরক্ষায় পুরুস্কার লাভ গাইবান্ধা-৫ আসনে আচরণবিধি লঙ্খন করায়  কারন দর্শানোর নোটিশ বিরামপুর হানাদার মুক্ত দিবস পালিত   জাতীয় পার্টি গঙ্গাচড়া উপজেলা শাখার আহবায়ক কমিটি অনুমোদন পীরগঞ্জ মুক্ত দিবস পালন বিরামপুরে জুয়া খালার ৫ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ  নারী নির্যাতনের প্রতিরোধ দিবস উপলক্ষে গাইবান্ধায় মানববন্ধন পার্বতীপুরে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণের জন্য স্কুল ব্যাগ প্রদান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খতিব উদ্দিন আহমেদ এর জানাযা নামাজ অনুষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে ৭ দিনব্যাপী গাভী পালন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

নবাবগঞ্জে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ১৯৪ বার পঠিত

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ কেন্দ্রিয় শালখুরিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানার মুসা মিয়া (৮) নামে এক ছাত্রের লাশ উদ্ধার করেছেন। রবিবার সকালে মাদ্রাসার উত্তর-পশ্চিম কোনের প্রায় ৪০০ গজ দূরে পানি প্রবাহের একটি ক্যানেল থেকে তার লাশটি উদ্ধার করেন। আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মুসা মিয়া মাদ্রাসায় বাস করত এবং সেখান থেকে আরবী শিক্ষা গ্রহন করত। মাদ্রাসার প্রধান শিক্ষক হুমায়ুন কবীর জানালেন রবিবার ফজরের নামাজের পূর্বে অন্যান্য শিক্ষার্থীদের সাথে মুসা মিয়াও ঘুম থেকে উঠে ওজু সেরে ফজরের নামাজ আদায় করেন। এরপর সকল শিক্ষার্থী পড়তে বসলে তিনি সেখানে গিয়ে মুসা মিয়াকে অনুপস্থিত দেখতে পান। এরপর তার খোঁজ করতে থাকেন। এক পর্যায়ে শালখুরিয়া গ্রামের কৃষক শাহিনুর ইসলাম মাঠে জমির ফসল দেখতে গিয়ে তার লাশ পড়ে থাকতে দেখেন এবং মাদ্রাসায় সংবাদ দেন। মুসা মিয়ার সহপাঠি মুরসালিন ও আবির হোসেন জানান তাদের সাথে মুসা মিয়া ঘুম থেকে উঠে ওজু করতে গিয়েছিলেন। পড়তে বসে তাকে অনুপস্থিত পাওয়া যায়। পরে তারা তার লাশ পড়ে থাকার সংবাদ পান। এদিকে পুলিশ ছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চৌধুরী দিনাজপুরের সি আই ডি’র এবং পি বি আইয়ের সদস্যগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দিনাজপুর সি আই ডি’র উপ পরিদর্শক রোকনুজ্জামান ও পি বি আইয়ের পরিদর্শক ছিদ্দিকুল ইসলাম জানান তারা প্রাথমিক ভাবে ঘটনাকে হত্যাকান্ড হিসাবে ধারনা করছেন। নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান জানান এ ঘটনায় হত্যা মামলা গ্রহন করার প্রস্তুতি চলছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। নিষ্পাপ শিশুটিকে কে এবং কেন হত্যা করল তা নিয়ে চলছে জনমনে নানা আলোচনা ও সমালোচনা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com