নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।-দিনাজপুরের নবাবগঞ্জে মাল বোঝাই ট্রাকের সাথে যাত্রীবাহি ব্যাটারী চালিত অটোচার্জারের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছে।আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে বিরামপুর-ঘোড়াঘাট সড়কে নবাবগঞ্জ থানাধীন চড়্র হাটের পূর্ব পার্শ্বে একটি পেট্রোল পাম্পের নিকট। নিহতরা হলেন উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের রঞ্জয়পুর গ্রামের মৃত জমির উদ্দীনের ছেলে আঃ রশিদ (৬০), পুটিমারা ইউনিয়নের আন্দোলগ্রামের (নয়াপাড়ার) আতিয়ার রহমানের স্ত্রী আঞ্জুয়ারা বেগম(৪২) ও শালখুরিয়া ইউনিয়নের বেড়ামালিয়া গ্রামের ভুরই বর্মনের ছেলে বাসুদেব বর্মন (১৮)। আহতরা হলেন অটোচার্জারে চালক বিরামপুর উপজেলার খানপুর গ্রামের আসমান আলীর ছেলে আকতারুজ্জামান(৩৫) ও একই উপজেলার একইর মঙ্গলপুর গ্রামের মৃত মনসের আলীর ছেলে ওমর ফারুক(৬০)। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় বিরামপুর গামী মাল বোঝাই ট্রাক নং-দিনাজপুর-ট-১১-০১৫৭ এর সাথে দলার দরগাগামী যাত্রীবাহী একটি ব্যাটারি চালিত অটোচার্জারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনা স্থলেই অটোচার্জারের ১ জন মহিলা সহ ২ জন যাত্রী নিহত হয়। আহত হয় অটোচার্জারের চালক সহ ৩ জন। আহতদের সাথে সাথে দলার দরগায় একটি বে-সরকারী হাসপাতলে নেয়া হয়্। সেখানে আহত বাসুদেব বর্মনের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে রংপুরে নেয়ার পথে মারা যায়। পুলিশ ঘটনাস্থল থেকে দূর্ঘটনায় কবলিত ট্রাক, অটোচার্জার ও লাশ উদ্ধার করে থানায় নেয়। ট্রাকের চালক ও সহযোগী পালাতে সক্ষম হয়েছে।নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অশোক কুমার চৌহান জানান এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
Leave a Reply