নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে জুয় খেলাার আসর থেকে ৪ জুয়াড়ীকে গ্রেফতার করেছেন। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ জানায় বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের বড় মহেশপুর(পূর্বপাড়া) গ্রামের সাখাওয়াত হোসেনের বাড়ীতে অনুষ্ঠিত জুয়ার আসর থেকে জুয়া খেলার সামগ্রী সহ ৪ জন জুয়াড়–কে গ্রেফতার করা হয়্। গ্রেফতারকৃতরা হলো বড় মহেশপুর গ্রামের তাহাজুল ইসলামের ছেলে তহিদুল ইসলাম(৩৫) ও শাহাজুল ইসলাম(২৬), নুরুল ইসলামের ছেলে আলমগীর হোসেন(২৮) ও সাহেব আলীর ছেলে আরিফুল ইসলাম(৪০)। গ্রেফতারকৃতদের গতকাল বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply