শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :

নাটিকা ‘ফকির মিশন’

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
  • ৩০৫ বার পঠিত

বজ্রকথা প্রতিবেদক।- রংপুরের পীরগঞ্জের জাহাঙ্গীরাবাদ উচ্চ বিদ্যালয়ের বাংলা বিষয়ের সহকারী শিক্ষক এবং সাপ্তাহিক বজ্রকথা ও বজ্রকথা অনলাইন পত্রিকার উপ-সম্পাদক এ টিএম আশরাফুল ইসলাম সরকার রাংগা রচিত নাটিকা- ‘ফকির মিশন’ ইফটিউব চ্যানেলসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে। ৮ চরিত্রের এই নাটিকাটিতে সামাজিক অসংগতি ও অপসংস্কৃতির বিষয়কে নিখুঁতভাবে তুলে ধরেছেন নাট্যকার। ২০ মিনিট ৫৯ সেকেন্ডের এই নাটিকাটিতে অভিনয় করেছেন স্থানীয় অভিনেতা ছাব্বির, বেলাল, রকি, শামসুল, রিশাদ, মাসুদ, নিকসন ও সোহেল। উল্লেখ্য, এর আগে শিক্ষক, কলামিস্ট, কবি ও নাট্যকার আশরাফুল ইসলাম রাংগা সরকারের প্রতিবন্ধিদের অধিকার নিয়ে রেখা ‘হলুদ ফুল’ ও করোনা মহামারী নিয়ে লেখা ‘নিমপাতা’ নামের আরও দুটি নাটিকা ইফটিউব চ্যানেল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তি পায়। রাংগা সরকার বলেন- “ শিক্ষকতার পাশাপাশি খানিকটা শখের বশেই নাটক লিখে নিজ পরিচালনায় শ্যুটিং ও নিজস্ব কম্পিউটাওে এডিটিং কওে আসছি। তবে ভালো ক্যামেরা না থাকার কারণে মোবাইল ফেন কিংবা অন্যের ক্যামেরা ধার করে ভিডিও করতে হয়। ফলে,ছবির (ভিডিও) কোয়ালিটি এবং শব্দের মান ভালো আসেনা। একটা উন্নত মানের ভালো ক্যামেরা ও সাউন্ডক্যাচার হলে আরও সুন্দর সুন্দর কাজ হয়ত উপহার দিতে পারতাম। “তিনি জানান, চর-বাসী অসহায় মানুষদের জীবর-জীবিকা নিয়ে ‘উপায়’নামে পরবর্তী নাটিকার প্রস্তুতি চলছে। সব কিছু ঠিক-ঠাক থাকলে গাইবান্ধা জেলার বালাসী ঘাটের জলা ডাঙ্গির চর ও উড়িয়ার চরে গিয়ে শ্যুটিং – এর কথা আছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com