কটিয়াদী থেকে রনবীর সিংহ।- কিশোরগঞ্জের নিকলীর হাওরে নৌকা ভ্রমণে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও তিনজন। মঙ্গলবার সন্ধ্যার দিকে ভেঙ্গুরা নদীতে সাতুটা ও বর্মাপাড়া গ্রামের মাঝামাঝি জায়গায় এ দুর্ঘটনা ঘটে। নদীর ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের ঝুলন্ত তার ট্রলার লেগে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন, নিকলী উপজেলার গুরুই ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের গোলাপ মিয়ার ছেলে অন্তর (২০) ও আশিদ মিয়ার ছেলে মনির (১৮)। গুরুতর আহতরা হলো, একই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে বোরহান (১৫), জহিরুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম ও শাহ আলামের ছেলে ঝুটন (১৭)।
Leave a Reply