বজ্রকথা প্রতিবেদক।-২০২৫ সালের ফেব্রুয়ারী মাসের শেষ সপ্তাহে নেপালে, দক্ষিন এশিয়ার সাহিত্য –সংস্কৃতি বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হবে ।
মাকালু লিটারারী সোসাইটি ও এফসাকল এর আয়োজনে এবং মাকালু রুরাল মিউনিসিপালিটির পৃষ্টপোষকাতায় ২৬, ২৭ ও ২৮ ফেব্রুয়ারী বুধ, বৃহস্পতি ও শুক্রবার তিনদিন ব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
এই অনুষ্ঠানের নাম করণ করা হয়েছে “ সাউথ এশিয়ান লিটারারী এন্ড কালচারাল কনফারেন্স নেপাল” এই সম্মেলনে বাংলাদেশ থেকে আমন্ত্রীত হয়েছেন, এফসাকল এর প্রতিষ্ঠাতা জেনারেল সেক্রেটারী, বজ্রকথা সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশক কবি সুলতান আহমেদ সোনা, এফসাকল -বাংলাদেশ এর সভাপতি, পীরগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ,সহ-সভাপতি একেএম আমিনুর রহমান খোকন, সহ-সম্পাদক আসদুল্লাহেল গালেব, এফসাকল এর সাংস্কৃতি বিষয়ক সম্পাদক বেতার শিল্পী রওশন আরা সোহেলী, বিশিষ্ঠ সমাজ সেবক এ জে এম সিরাজুল ইসলাম, সাংবাদিক আবু রাহেল মোঃ শাহিনুর ইসলাম।
Leave a Reply