বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান এবং বাংলাদেশ সরকারের যোগাযোগ ও কৃষিমন্ত্রী মরহুম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪০তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মযার্দায় দেশে—বিদেশে পালিত হয়েছে গত ৬ আগস্ট, ২০২৪। ৪০ বছর আগে এই দিনটিতে তিনি জনমানবের কল্যাণে তাঁর জীবন উৎসর্গ করেন। বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন এবং দেশের যোগাযোগ ও কৃষি অবকাঠামো গড়ে তোলায় তাঁর অবদান ছিল অপরিসীম। মরহুমের স্ত্রী বিশিষ্ট সমাজসেবী বেগম মাহবুব আলী খান ১৯৭৯ সালে প্রতিষ্ঠা করেন ছিন্নমূল শিশু–কিশোরদের বিখ্যাত প্রতিষ্ঠান ‘সুরভি’।
সততা, নিষ্ঠা, কঠোর পরিশ্রম, দানশীলতা ও আত্মত্যাগে গড়া মাহবুব আলী খানের কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশে ও বিদেশে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে সকালে নৌ–সদর দপ্তরের জামে মসজিদের পাশে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত হয় পবিত্র কোরআন খতম, কোরআনখানি ও বিশেষ মোনাজাত। এ উপলক্ষে ধানমন্ডি বায়তুল আমান জামে মসজিদ, তাকওয়া জামে মসজিদ, ঈদগাহ জামে মসজিদ, আজিমপুর দায়রা শরিফ জামে মসজিদ, মহাখালী ডিওএইচএস জামে মসজিদ, বায়তুল মামুর জামে মসজিদ, সোবাহানবাগ জামে মসজিদ, বায়তুল জান্নাত জামে মসজিদ, বায়তুল আকসা জামে মসজিদ, গ্রিন রোড ডরমেটরি জামে মসজিদ এবং বাউনিয়া বাধ মহিলা মাদ্রাসা ও এতিমখানা মিরপুর, দামালকোর্ট মোহাম্মাদিয়া এতিমখানা, সোনারগাঁও এতিমখানা ও মাদ্রাসায় পবিত্র কোরআন খতম, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
রাজধানী ঢাকা ছাড়াও মরুহুমের জন্মভূমি সিলেটে হযরত শাহজালাল (রা.) ও হযরত শাহ পরান (রা.) দরগা মসজিদ, বিরাহিমপুর জামে মসজিদ, লতিফিয়া হাফেজেয়া মাদ্রাসায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদ ও লাঠিগঞ্জ অন্ধ এতিম খানা, জামালপুরের দুরমুটে হযরত শাহ্ কামাল (রা.)—এর মাজারে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশের বাইরে দিনটি উপলক্ষ্যে যুক্তরাজ্য, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার ও ওয়াশিংনটন ডিসিতে দোয়া মাহফিল ছাড়াও সৌদি আরবের পবিত্র মক্কা শরীফ ও মদীনা শরীফে উমরা পালন, কাবা শরীফ তোয়াফ, খতমে কোরআন, দোয়া মাহফিল; মাদ্রাসাতুল হারামায়ানে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের স্মরণে চিকিৎসা বিজ্ঞানে অসামান্য অবদানের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এম এ খান পুরস্কার প্রদান করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply