ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা।- গাইবান্ধার পলাশবাড়ীতে ওয়ারেন্টভুক্ত জিআর মামলার আসামী পিতা-পুত্রকে গ্রেফতার করেছে হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।
পলাশবাড়ী থানার হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সঙ্গীয় ফোর্সসহ ৫ অক্টোবর (বৃহস্পতিবার) রাতে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে অভিযান চালিয়ে জিআর মামলার দুই আসামী গ্রেফতার করে। আটককৃতরা হলেন ওই গ্রামের মৃত আঃ ছাত্তারের ছেলে গাজী মন্ডল (৫০) ও গাজী মন্ডলের ছেলে রেজাউল করিম (২৩)।
হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাকিব হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে শুক্রবার বিকেলে গাইবান্ধা কোর্টহাজতে প্রেরণ করা হবে।
Leave a Reply