ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা।- গাইবান্ধার পলাশবাড়ী পৌর সভা নির্বাচনে বিভিন্ন স্থানে নির্বাচনী গণসংযোগ ও দোয়া প্রার্থানা করেছেন শারমিন আকতার সুমি।
২২ নভেম্বর রোবার কাকডাকা ভোর থেকে সন্ধ্যার গোধলী পেরিয়ে গেলেও তিনি গৃধারীপুরের চকপাড়া, ও নিজ গ্রাম গৃধারীপুর এলাকায় গনসংযোগ করেন।
এসময় তিনি ভোটারদের নিকট পৌর সভার ১.২.৩ ওয়ার্ডের বাস্তবায়নের কথা তুলে ধরে ভোট প্রার্থনা করেন। ভোটাররা আসছে আগামী ১০ ডিসেম্বর ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার প্রতিশ্রুতি প্রদান করেন।তিনি একজন শিক্ষিত বি এসসি ইজ্ঞিনিয়ার সে ওয়ার্ডকে দরিদ্র মুক্ত শিক্ষার হার বৃদ্ধি ও বেকার শিক্ষিত যুবকদের কর্ম সৃষ্টিতে আবদান রাখতে পারবেন বলে ভোট বিশ্লেষকরা দাবী করেন।
Leave a Reply