পাকিস্তান এবার সে দেশের নতুন মানচিত্র প্রকাশ করল । গত মঙ্গলবার ওই মানচিত্র অনুমোদনের কথা জানান দেশটি প্রধানমন্ত্রী ইমরান খান। ওই মানচিত্রে ভারতশাসিত কাশ্মীর, গুজরাটের জুনাগড়সহ ভারতের কিছু এলাকা পাকিস্তানের অংশ দেখানো হয়েছে। নয়াদিল্লি ইসলামাবাদের এই পদক্ষেপ ‘অবাস্তব’ ও ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছে। এর আগে ভারতের সঙ্গে বিরোধপূর্ণ কিছু এলাকায় নিজেদের অংশ দেখিয়ে নতুন মানচিত্র প্রকাশ করেছে নেপাল।
পাকিস্তানের জিয়ো টিভির খবরে বলা হয়েছে, মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী ইমরান খানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভায় নতুন মানচিত্র অনুমোদিত হয়। ওই সভায় ভারতশাসিত মুসলমান সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরের সর্বশেষ অবস্থা মন্ত্রিপরিষদের সদস্যকে অবহিত করা হয়। সন্ধ্যার দিকে মন্ত্রিপরিষদে অনুমোদন হওয়া নতুন মানচিত্রের বিষয়ে বিস্তারিত কথা বলেন ইমরান খান, যা টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘আজ আমাদের ইতিহাসের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। আমরা বিশ্বের কাছে পাকিস্তানের নতুন রাজনৈতিক মানচিত্র প্রকাশ করছি।
Leave a Reply