বজ্রকথা ডেক্স।- ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরী যুদ্ধ বিমানের নাম তেজস। এবার পাকিস্তান সীমান্ত বরাবর ভারত নিজেদের ওয়েস্টার্ন ফ্রন্টে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিত লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজস মোতায়েন করেছে। লাদাখ সীমান্তে আরেক প্রতিবেশী চীনের সঙ্গে বিরাজমান উত্তেজনার মাঝেই নয়াদিল্লির পক্ষ থেকে পাক সীমান্তে তেজস যুদ্ধবিমান মোতায়েনের এ ঘটনা ঘটল। যুদ্ধবিমান তেজস মোতায়েনের ঘটনাকে ভারত তার দেশীয় যুদ্ধবিমান কর্মসূচির জন্য উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখছে।
Leave a Reply