কটিয়াদী (কিশোরগঞ্জ) থেকে সুবল চন্দ্র দাস।- কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্ত্রীর দায়ের করা মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত বিল্লাল মিয়া (৩৪) নামের এক পলাতক আসামিকে গ্রেপ্তার পাকুন্দিয়া থানা পুলিশ। শনিবার দিবাগত রাতে উপজেলার শুক্রাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া বিল্লাল মিয়া উপজেলার শুক্রাবাদ গ্রামের আজিম উদ্দিনের ছেলে। রোববার (১৩ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, যৌতুকের দাবিতে স্ত্রীর দায়ের করা মামলায় আদালত কর্তৃক দুই বছরের সাজা হয় আসামি বিল্লাল মিয়ার। রায় হওয়ার পর থেকে সে পলাতক ছিলো। তার বিরুদ্ধে পরোয়ানা জারি হলে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
Leave a Reply