গাইবান্ধা থেকে ছাদেকুল ইসলাম রুবেল।- “পাট শিল্প বাঁচাও, পাট চাষীকে বাাঁচাও” এই শ্লোগানকে সামনে রেখে ১১ জুলাই ২০২০ শনিবার দুপুরে গাইবান্ধায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র আয়োজনে পাটকল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিলটি শহরের ১নং ট্রাফিক মোড় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন, সিপিবি’র কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি মিহির ঘোষ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সম্পাদক মন্ডলী সদস্য সাদেকুল ইসলাম প্রমুখ।
Leave a Reply