মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন

পার্বতীপুরে অজ্ঞাতনামা মহিলার লাশের পরিচয় মিলেছে: হত্যা রহস্য উদঘাটিত গ্রেপ্তার-৩

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৮৪৫ বার পঠিত

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের পার্বতীপুর মডেল থানা পুলিশ কর্তৃক হাত-পা বাঁধা অবস্হায় উদ্ধারকৃত নৃশংস হত্যাকান্ডের শিকার অজ্ঞাতনামা মহিলার পরিচয় মিলেছে৷ উদঘাটিত হয়েছে হত্যা রহস্য৷ এ হত্যা কান্ডের সাথে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ মহিলার নাম  রুখিয়া রাউত (২৩)৷ সে রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের ইতিহাস বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্রী৷ পিতা দীনেশ রাউত ও মাতা সুমতি রাউত৷ বাড়ী রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের আদিবাসী পল্লী মিশন পাড়ায়৷ মঙ্গলবার সকালে পার্বতীপুর উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়নের মধ্যপাড়ার পাঁচপুকুর নামক স্হানের এশিয়ান হাইওয়ের পাশের জঙ্গল থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে৷ একই দিন উদ্ধারকৃত লাশ ময়না তদন্তের জন্যে দিনাজপুর মর্গে পাঠানো হয়৷ লাশের কোন পরিচয় না পাওয়ায় এলাকার গ্রাম পুলিশ আব্রাহাম মিনজী বাদী হয়ে থানায় মামলা দায়ের করে৷

এ ঘটনার পর দিনাজপুর জেলা পুলিশের ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশিস বিন হাসানের দিক নির্দেশনায় পার্বতীপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) সোহেল রানা’র নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে রংপুরের বদরগঞ্জ উপজেলার খোর্দাবাগ গ্রাম থেকে আব্দুল গফুরের পুত্র আনিসুর রহমান (২৬) ও বাচ্চু মিয়ার পুত্র রাজ (২৫) এবং পার্বতীপুর উপজেলার দূর্গাপুর নয়াপাড়ার মৃত জয়নাল আবেদীনের পুত্র আশিকুজ্জামান (৪০) কে এই হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করে৷ গ্রেপ্তারকৃতরা পুলিশের কাছে এই হত্যাকান্ড ঘটানোর স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছে বলে ইন্সপেক্টর (তদন্ত) সোহেল রানা জানিয়েছেন৷ তিনি আরো জানান প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে৷ গ্রেপ্তারকৃতদের বুধবার সকালে দিনাজপুর জেলা আদালতে পাঠানো হয়েছে৷

জানা গেছে, মঙ্গলবার ভোরে মধ্যপাড়া পাঁচপুকুর রাস্তার পাশের জঙ্গলে জামা-পায়জামা পরিহিত হাত-পা বাঁধা অবস্হায় এক অজ্ঞাত মহিলার লাশ দেখতে পেয়ে এলাকার লোকজন পুলিশকে খবর দেয়৷ খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্হলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্যে দিনাজপুর মর্গে প্রেরন করে৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com