এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।-দিনাজপুরের পার্বতীপুরে গনউপদ্রেবের অভিযোগে এক যুবককে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক পার্বতীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রীতম সাহা। আজ বৃহস্পতিবার সকালে কারাদন্ড প্রাপ্ত যুবককে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, পার্বতীপুরে রেলওয়ে থানাধীন আমেরিক্যান ক্যাম্প সংলগ্ন রেলওয়ে লেভেল ক্রসিং এলাকায় গনউপদ্রবের অভিযোগে রেলওয়ে থানার এস আই দেওয়ান জিয়াউর রহমানসহ একদল রেলওয়ে পুলিশ ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারকের নেতৃত্বে বুধবার রাত ১১টায় বিশেষ অভিযান চালিয়ে পার্বতীপুর রেলওয়ে থানাধীন ধুপিপাড়া মহল্লার মৃত শাহ আলম এর পুত্র মোঃ সাইদুল ইসলাম (২৬) কে হাতে নাতে আটক করে।আটক কৃত যুবক কে ঘটনাস্থলেই গনউপদ্রবের অভিযোগে ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক কারাদন্ড প্রদান করেন।
Leave a Reply