পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।-দিনাজপুরের পার্বতীপুরে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণের জন্য স্কুল ব্যাগ প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬শ’ ৩০ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণের জন্য স্কুল ব্যাগ প্রদান করা হয়। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার নতুন কমপ্লেক্স চত্ত্বরে এসব স্কুল ব্যাগ স্কুলের প্রধান শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয়।
পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিক উপস্থিত স্কুল প্রধানদের হাতে শিক্ষার্থীদের মাঝে বিতরণের জন্য স্কুল ব্যাগ তুলে দেন। এসময় তার সাথে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু, উপজেলা প্রকৌশলী আহসান হাবীব, মন্মথপুর ইউপি চেয়ারম্যান ওয়াদুদ আলী শাহ্, সরকারি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তারুল আলম প্রমুখ। এছাড়াও ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply