পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মন্মথপুরের ভবের বাজারে চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে এলাকায় বিশৃঙ্খলা প্রতিরোধে স্থানীয় স্টার যুব ক্লাবের উদ্যোগে এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ আগষ্ট) বিকেল ৪ টায় পার্বতীপুর-দিনাজপুর সড়কের ভবের বাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলার ৬ নম্বর মোমিনপুর ইউনিয়ন চেয়ারম্যানের সহযোগীতায় দেশের চলমান পরিস্থিতিতে ভাঙচুর অগ্নিসংযোগ লুটপাট সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা ঠেকাতে এ শান্তি সমাবেশ আয়োজন করে স্টার যুব ক্লাব।
সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মোঃ আইনুল ইসলাম,সাধারণ সম্পাদক মশিউর রহমান,বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল হুদা,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কামরুল হুদা বাদশা, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আতিক হাসান,পার্বতীপুর সরকারি কলেজের শিক্ষার্থী আসিফ ইমরান,সাবেক সেনা সদস্য আহসান হাবীব,ব্যাংকার নয়ন তালুকদার, সিরাজুল ইসলাম,শিক্ষানুরাগী বেনজির আহমেদ,উপজেলার ভূমিহীন সমিতির বিষ্ণুপদ রায়সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
Leave a Reply