বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৩:১৭ পূর্বাহ্ন

পার্বতীপুরে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ২১৮ বার পঠিত

এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের পাবতীপুর উপজেলায় এবছর ভুট্টা চাষে বাম্পার ফলনের প্রত্যাশা কৃষকদের। বিশেষ করে উপজেলার মোমিনপুর ইউনিয়নসহ কয়েকটি এলাকায় সবচেয়ে বেশী ভুট্টা চাষ সাড়া জাগিয়েছে। পার্বতীপুর কৃষি বিভাগ সুত্রে জানা যায়, এবার পার্বতীপুর উপজেলায় গত বছরের তুলনায় ভুট্টা চাষ বেশী করা হয়েছে। সেই সঙ্গে বাম্পার ফলনও হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অনুকুলে থাকলে কাঙ্খীত ফল প্রত্যাশা করা হচ্ছে। ভুট্টা চাষী কৃষকরা জানান, ধান, গম ও অন্যান্য ফসলের তুলনায় ভুট্টা চাষ বেশী লাভ হওয়ায় কম খরচে অধীক মুনাফার আশায় বিকল্প ফসল হিসেবে এ চাষের দিকে তাদের ঝোঁক বেশী। ভুট্টা চাষ করে বেশী লাভের স্বপ্ন দেখছেন। তারা কৃষি বিভাগ বলছে, ভুট্টা একটি অত্যন্ত লাভ জনক ফসল। ক্রমাগত খাদ্য চাহিদা মেটাতে গমের বিকল্প হিসেবে মানুষের খাদ্যের পাশাপাশি মাছ, হাঁস-মুরগী ও গো-খাদ্য হিসেবে ভুট্টার ব্যবহার দিন-দিন বৃদ্ধি পাওয়ায় এর চাহিদাও বেড়েছে অনেক বেশী। ভুট্টা গাছের পাতা সুষম গো-খাদ্য এবং কান্ড জ্বালানী হিসেবে ব্যবহৃত হয়। ফলে এদিকে যেমন কৃষক তার গবাদী পশু পালন ও জ্বালানীর চাহিদা মেটাতে পারে অপরদিকে বাজারের ভুট্টার ব্যপক চাহিদা থাকায় কৃষক এ ফসলে আগ্রহী হয়ে উঠছে। বর্তমান সময়ে খাদ্য চাহিদা বেড়ে যাওয়ায় এখন অল্প সময়ে এবং স্বল্প খরচে ভুট্টা চাষ হওয়ায় সেদিকেই এই উপজেলার কৃষকরা ঝুকছেন বেশী। অন্য ফসলের ন্যায্য দাম না পাওয়ায় কৃষকদের মাঝে অনেকটা অনীহা দেখা দিয়েছে। এছাড়াও উন্নত জাতের উচ্চ ফলনশীল হাই-ব্রিড জাতের ভুট্টা চাষে মনোনিবেশ করেছেন এখানকার কৃষকেরা। কয়েকজন কৃষকের সাথে কথা বলে জানা যায়, ভুট্টা চাষে অল্প পরিশ্রম, স্বল্প খরচে বেশী ফলন পাওয়া যায়। এ এলাকায় ০১ শতক জমিতে ০২ মণ ভুট্টা হয়। চাষাবাদের খরচের চেয়ে দ্বিগুণ লাভ হয়। ভুট্টা গাছ দিয়ে খরি হয়। ভুট্টার পাতা গরু ও ছাগলের খাবার হয়। ভুট্টা চাষী আব্দুল করিম জানান, জমিতে পানি ও সেচ কম লাগে এবং ফলনও গমসহ অন্য ফসলের তুলনা বেশী হয় বলে ভুট্টা চাষ করেছি। আশা করছি বেশ ভাল ফলন পাব। পার্বতীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কর্মকর্তা রাকিবুজ্জামান খান জানান, পার্বতীপুর উপজেলায় এবার ভুট্টা চাষ বেশী হয়েছে। এবছর উপজেলায় ভুট্টা চাষের লক্ষ্য মাত্রা ছিল ৫ হাজার ৩শ ৫০ হেক্টর জমিতে। কিন্তু ভুট্টা চাষ হয়েছে ৫ হাজার ৪শ ১০ হেক্টর জমিতে। প্রাকৃতিক দূর্যোগ না হলে এ উপজেলায় এবারে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। এক প্রশ্নে জবাবে তিনি বলেন, ভুট্টা চাষ সহজলভ্য হওয়ায় চাষীদের ভুট্টা চাষে আগ্রহ্য বাড়ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com