এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ মাদক দ্রব্যসহ এক যুবককে গ্রেপ্তার করেছে৷ শুক্রবার সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে রেলওয়ে শহরের বাবুপাড়া সুইপার কলোনী থেকে ১ গ্রাম হেরোইন ও ২০ পিচ ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়৷
পার্বতীপুর রেলওয়ে থানার ওসি মোঃ এমদাদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ রেলওয়ে শহরের বাবুপাড়া সুইপার কলোনী থেকে মাদক দ্রব্যসহ সুজন বাঁশফোড় (৩৫) নামক এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করে৷ পুলিশের উপস্হিতি টের পেয়ে সে বাড়ীর রান্নাঘরে লুকিয়ে ছিল৷ তার কাছ থেকে ১ গ্রাম হেরোইন ও ২০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়৷ সে পার্বতীপুর রেলওয়ে শহরের বাবুপাড়া সুইপাড় কলোনীর কনিল বাঁশফোরের পুত্র৷ সে একজন মাদক ব্যবসায়ী বলে রেলওয়ে থানার ওসি জানিয়েছেন৷
এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে৷
Leave a Reply