আশরাফুল আলম, দিনাজপুর (ফুলবাড়ী) প্রতিনিধি।- পার্বতীপুর উপজেলার সুদুর ডাঙ্গা দাখিল মাদ্রাসার সহকারী সুপার সফিউল ইসলাম এর বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। সুদুর ডাঙ্গা দাখিল মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি সদস্য মোঃ সেকেন্দার আলীর লিখিত অভিযোগে জানান যায়, সুদুর ডাঙ্গা দাখিল মাদ্রাসাতে সরকারি বিধি মোতাবেক শূন্যপদে সহকারী সুপারিনটেডেন্ট কামিল ২য় বিভাগ ৫ বছরের অভিজ্ঞতা সম্পূর্ন একজন শিক্ষক নিয়োগ দেওয়া হবে মর্মে ঐ মাদ্রাসার সুপারিনটেনডেন্ট গত ২১/০৭/২০০৩ ইং সালে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেই মোতাবেক মোঃ শফিউল ইসলাম, পিতাঃ মোঃ আব্দুর রাজ্জাক, গ্রামঃ দক্ষিণ শলনদার (কচুয়াপাড়া), পার্বতীপুর উক্ত সহকারী সুপার পদে আবেদন করেন।
পীরগঞ্জ দারুস সালাম আলিম মাদ্রাসা হতে সহকারী মৌলভী পদে ৭ বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ একটি ভূয়া সনদপত্র দরখাস্তের সাথে সংযুক্ত করেন। যার ইনডেক্স নং-ঊই-৩৮৯৪০৩, বেতন কোড নং-১৬, যা জুনিয়র শিক্ষক। যাহা সহকারী সুপার পদের জন্য প্রযোজ্য নহে। কিন্তু নিয়োগ বোর্ডকে ফাঁকি দিয়ে কৌশলে সহকারী সুপার পদে নিয়োগ নেন। পরবর্তীতে ম্যানেজিং কমিটি বিষয়টি জানতে পেরে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে শফিউল ইসলামের নিয়োগ সংক্রান্ত কাগজপত্রাদি তনন্ত করেন।
তদন্তে তার জালিয়াতি প্রমাণ হয় এবং শফিউল ইসলাম তাৎক্ষণিকভাবে নিজেকে অপরাধী শিকার করে সহস্তে একখানা স্বীকারোক্তি লিখে দেন। মাদ্রাসার সুপার গত ৩১/১২/২০১৮ ইং তারিখে অবসর গ্রহণ করলে শফিউল ইসলাম ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব গ্রহণ করেন। বিনা রেজুলেশনে মাদ্রাসার গাছ কেটে নেন, যাহার মূল্য ৫০ হাজার টাকা।
ভারপ্রাপ্ত সুপার বর্তমান কমিটিকে না জানিয়ে একক ভাবে মাদ্রাসার অর্থ তচুরপাত করছেন ও বিধি বর্হিভূত কাজ করছেন। তাই গত ০২/০৯/২০২০ ইং তারিখে ৫০ হাজার টাকা ও ০৬/০৯/২০২০ ইং তারিখে সোনালী ব্যাংক, ভবানীপুর শাখা, হিসাব নং-২০৯ হতে ১ লাখ টাকা উত্তোলন করেন। যে টাকার কোন হিসাব নাই। মাদ্রাসার শিক্ষক প্রতিনিধিরা বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
Leave a Reply