এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের পার্বতীপুরে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব-১৩ সদস্যরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার হরিরামপুর ইউনিয়েনের মধ্যপাড়া পাথরখনি এলাকা থেকে ৭৩৩ বোতল ফেন্সিডিলসহ বহনের কাজে ব্যবহৃত দুটি ট্রাক আটকের পর মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ এর সদস্যরা অভিযান চালিয়ে ট্রাকসহ ৪জনকে গ্রেফতার করে। তারা হলেন, বগুড়া সদর উপজেলার বারোপুর স্কুল পাড়া এলাকার মৃত. লোকমান হোসেনের ছেলে মাসুদ রানা (৩২) ও একই এলাকার মৃত আব্দুল কাদের এর ছেলে আমিনুল ইসলাম (৩৫), বগুড়া সদর উপজেলার পুরাতন বগুড়া এলাকার মৃত. মোকছেদ আলীর ছেলে রঞ্জু মিয়া (৩৩) ও দিনাজপুরের হাকিম উপজেলার মধ্যম বাসুদেবপুর গ্রামের হোসেন নুরীর ছেলে শাহীন (২৭)। গ্রেফতারকৃতরা সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিলের এ চালান ঢাকা নিয়ে যাচ্ছিলো বলো জানিয়েছেন পার্বতীপুর মডেল থানা পুলিশ ।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের (মামলা- ৩২, তারিখ- ২৮.০৭.২০২০) করা হয়েছে।
Leave a Reply