সুলতান আহমেদ সোনা ।- ৩ অক্টোবর/২৩ খ্রিঃ মঙ্গলবার হঠাৎ করেই পীরগঞ্জ উপজেলার একটি মাদ্রসায় গিয়েছিলাম। গিয়ে খুব ভালো লেগেছে । কারণ মাদ্রাসাটিতে অনেক শিক্ষার্থী লেখা পড়া করছে।
ভালো কিছু দেখলে, নজরে পড়লে, কার না ভালো লাগে বলুন!
এই ফাঁকে বলে নেই, দুঃখজনক হলেও সত্য, পীরগঞ্জ উপজেলার অধিকাংশ মাদ্রাসার ঘর দুয়ার, চেয়ার –টেবিল,বেঞ্চ ব্লাকবোড থাকলেও কাম্য শিক্ষার্থী নেই ! কিন্তু মিঠিপুর ইউনিয়নের কাশিমপুর দারুল আমান সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় বেশ ছাত্র/ছাত্রী রয়েছে।
এই মাদ্রসাটি ১৯৮৩ ইং সালে প্রতিষ্ঠিত। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পীরে কামেল আলহাজ্ব শওকত আলী সাহেব।
মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা কত ? জানতে চাইলে সুপার সাহেব মোঃ ছামসুল হুদা সাদা জানান, তার প্রতিষ্ঠানে মোট ২৯০ শিক্ষার্থী বিদ্যা শিক্ষা করছেন। এর মধ্যে ছাত্রীর সংখ্যা ১২১ জন।মোটা ১২ জন শিক্ষক রয়েছেন এই মাদ্রসায় , তাদের মধ্যে ২জন মহিলা শিক্ষক ও ৫ জন কর্মচারী রয়েছে প্রতিষ্ঠানটিতে। না বলে পারছিনা, প্রতিষ্ঠানটির শিক্ষক ও ছাত্র/ছাত্রীদের পরিমার্জিত পোষাক দেখেও মুগ্ধ হয়েছি।খুশির খবর প্রতিষ্ঠানটিতে সরকারের অর্থে নতুন ভবন হচ্ছে। ভবনটি হয়ে গেলে মাদ্রাসার সৌন্দর্য বৃদ্ধি পাবে।
আমরা মনে করি, ভালোকে ভালো বলতে হবে, মন্দকে মন্দ বলা উচিত। আগামীতে আমরা ভালো শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কথা অবশ্যই বজ্রকথা সংবাদপাত্রের পাতায় তুলে ধরবো, সেই সাথে শিক্ষার্থী শূণ্য প্রতিষ্ঠানগুলোর অবস্থাও লেখা হবে।
Leave a Reply