সুলতান আহমেদ সোনা।- রংপুর জেলায় পীরগঞ্জের জলাশয়, পুকুর, দিঘীগুলোর অবস্থা ভালো নেই। অথচ এই পুকুর বা জলাশয়গুলো এক সময় এলাকার মানুষের কত কাজেই না এসেছে। জলাশয়গুলো পানির স্তর ধরে রাখা, মাছের যোগান দেয়া, গোসল, সাতার শেখা, গরু-ছাগলের তেষ্টা মেটানো, তাপ নিয়ন্ত্রণ, পুকুর পাড়ে বসে সময় কাটানোসহ নানা উপকারে লেগেছে। কিন্তু এখন পুকুরগলো হুমকির মুখে। কলেজ দিঘী পীরগঞ্জের প্রথম কলেজ সরকারি শাহ আব্দুল রউফ কলেজ এর নিজস্ব সম্পত্তি। এক সময় এই দিঘীতে এই এলাকার শিশু-কিশোরগণ সাঁতার শিখতো, সাধারণ মানুষ স্নান করতো। এখন এই পুকুরটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। অভিযোগ রয়েছে, কলেজ কর্তৃপক্ষ মাছ চাষের জন্য পুকুরটি লিজ দেয়ার কারণে মাছের খাদ্য হিসেবে পকুরে গোবর, সার, মুরগীর বিষ্টা দেয়ার ফলে জল বিশাক্ত হয়ে গেছে। দেখা গেছে, আশ-পাশের বাসা বাড়ির গোসল খানার অপবিত্র জলও এসে পড়ছে এই পুকুরে। আহলে হাদীস মসজিদের ওজুখানা ও প্রসাবখানার মুত্রও ফেলা হচ্ছে এই পুকুরে। পাড়ে পীরগঞ্জ পৌর সভার ডাস্টবন থাকার পরেও বাসিন্দারা ময়লা ফেলছেন এই পুকুরে। বিষয়টি দেখছে না কলেজ কর্তৃপক্ষ, উপজেলা প্রশাসন বা পৌর কর্তৃপক্ষ ! তাই গাইতে হচ্ছে “ হায়রে কপাল মন্দ চোখ থাকিতেও অন্ধ!
Leave a Reply