কনক আচার্য।- পীরগঞ্জ উপজেলার প্রথম কলেজ শাহ আব্দুর রউফ কলেজ। এই কলেজের পাশ দিয়ে সোজা পূর্বদিকে চলে গেছে হাসপাতাল রোড। আর থানা রোড়ের গুলশান মোড় থেকে সোজা উত্তর দিকে চলে গেছে জামতলা রোড। একসময় হাসপাতাল রোড়ের মাথাটাকে বলা হতো কলেজ মোড়। এই মোড় ঘেঁষেই সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং পাশে কসিমন নেছা বালিকা বিদ্যালয়ের অবস্থান। এই জায়গাটা আগে থেকেই জমজমাট ছিল। এই মোড়ে পৌর মেয়র আবু ছালেহ মোঃ তাজিমুল ইসলাম শামীম প্রতিষ্ঠা করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আকর্ষণীয় ম্যুরাল। হাসপাতাল রোড়টিও প্রশস্ত করে ঢালাই রাস্তা করে দেওয়া হয়েছে। চলতি সালের ২৩ জুন ২০২০ (৯ আষাঢ়) মঙ্গলবার তারিখে বঙ্গবন্ধুর ম্যুরালটি উদ্বোধন করা হয়েছে । তাতে যাতায়াত চলাচল বেড়ে গেছে আগে চেয়ে কয়েকগুণ। সেই সাথে এই মোড়ে লোক সমাগম আড্ডা বেড়ে গেছে। গুরুত্বপূর্ণ এবং বেশ জমজমাট হয়ে উঠেছে এলাকাটি। এই মোড়ের পরিচিতি এখন বঙ্গবন্ধু চত্ত্বর হিসেবে ।
Leave a Reply