বজ্রকথা প্রতিবেদক।– প্রতি বছরের মত এবারো মধ্যযুগের সাধক কবি হায়াত মামুদ এর ৮৫তম মৃত্যু বার্ষিকী কবির জন্মস্থান ঝাড়বিশলা গ্রামে আনুষ্ঠানিক ভাবে পালন করা হয়েছে।
সাধক কবি হায়াত মামুদ মধ্যযুগের একজন প্রসিদ্ধ কবি ছিলেন। তিনি একজন কামেল পীর হিসেবেও এই অঞ্চলে সমধীক পরিচিত ও প্রসিদ্ধ ছিলেন।
জানা যায় ১৬৯৩ সালে রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন ঝাড় বিশলাগ্রামে জন্মগ্রহন করে ছিলেন এই সাধক পুরুষ। তাঁর পিতার নাম ছিল শাহ কবির মামুদ। কবি পিতা তদানিন্তন সময়ে ঘোড়াঘাট সরকারের দেওয়ার ছিলেন এবং কবি হায়াত মামুদ ঘোড়াঘাট সরকারের কাজী হিসেবে নিয়োজিত ছিলেন।
কবি হায়াত মামুদ মোট ৪ খানা কাব্য রচনা করেছিলেন ,১। “জঙ্গনাম” রচনাকাল ১৭২৩ সাল ২।“সর্বভেদবাণী” রচনাকাল ১৭৩২সাল ৩।“হিতজ্ঞানবাণী” রচনাকাল ১৭৫৩ সাল ৪।“আম্বিয়া বাণী” রচনাকাল ১৭৫৮ সাল।
ধারনা করা হয়, কবি ১৭৬০ সালে পরলোকগমন করেছিলেন। পীরগঞ্জ উপজেলার ১নং চৈত্রকোল ইউনিয়নের ঝাড়বিশলা গ্রামে কবির মাজর রয়েছে। এখানে প্রতিবছর আনুষ্ঠানিক ভাবে জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে কবির জন্ম ও মৃত্যু বার্ষিকী পালন করা হয়ে থাকে, বসে বিশাল মেলা।
আজ ১৮ ফেব্রুয়ারী রবিবার ঝাড়বিশলা হায়াতুল উলুম আলিম মাদ্রাসা প্রঙ্গণে কবির মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এদিন কর্মসূচীর মধ্যে রচনা লিখন, কবির জীবনীর উপর আলোচনা সভা, হামদ-নাত, ইসলামী গজল এবং ইসলামী জলসার আয়োজন রাখা হয়েছে।
আজ বিকেলে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জনাব মোবাশ্বের হাসান। অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক শাহ আলম ।এতে বক্তব্য রাখেন- ঝাড়বিশলা হায়াতুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবু ছালেক সরকার, চৈত্রকোল ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান শাহ্, কবি পরিবারের পক্ষে কাজী সাদিয়া আফরিন এ্যানি, উপজেলা আওয়ামীলীগ সভাপতি নুরুল আমীন রাজা,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র এএসএম তাজিমুল ইসলাম শামীম প্রমূখ।শেষে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।
Leave a Reply