সুলতান আহমেদে সোনা ।- বৃটিশযুগে পীরগঞ্জের বকুলতলা খুবই গুরুত্বপূর্ণ জায়গা ছিল। সে সময় সাতানীর কাচারি আর নয়আনীর কাচারিকে ঘিরে জমিদাররা সেখানে অবকাঠমো উন্নয়ন, রাস্তা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, মন্দীর প্রতিষ্ঠা, ফল ফুলের গাছ রোপন করেছিলেন। সে সময় সাতানীর কাচারীর মাটির তৈরী তোরণের সামনে দুটি বকল গাছ লাগলো হয়েছিল। সেই বকুলগাছকে কেন্দ্র করেই কাচরী এলাকার নাম হয় বকুল তলা। এই বকুল গাছের ফুল কুড়িয়ে মালা তৈরী করেন নাই এমন লোক পীরগঞ্জ সদরে কমই আছে। এক সময় স্থানীয় অসচ্ছল পরিবারের ছেলে মেয়েরা এই বকুল গাছের ফুল কুড়িয়ে মালা গেঁথে দুইআনা , চার আনায় বিক্রি করে সংসারে সহযোগীতা করেছে।
এখন দুঃখজনক খবর হচ্ছে, এই এক জোড়া বকুল গাছের মধ্যে ২৬ সেপ্টেম্বরে/২০২০ তারিখে লাগাতার বর্ষণের কারনে একটি গাছ উপড়ে পড়েছে। এখন রইল মাত্র একটি গাছ। বকুলগাছ দু’টির বয়স নিয়ে মতভেদ আছে তবে অনেকের মতে গাছ দুটির বয়স দেড়শ বছর হতে পারে।
Leave a Reply