পীরগঞ্জ (রংপুর) প্রতিবেদক।- রংপুরের পীরগঞ্জ উপজেলার সোডাপীর বাজার থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লাহর দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। এসময় জিহাদি বই, লিফরেট ও প্রশ্নপত্র উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, পীরগঞ্জ উপজেলার নখারপাড়া গ্রামের লুৎফর রহমান খন্দকারের ছেলে রেজাউল করিম খন্দকার (৪৬), দারিয়াপুর গ্রামের বেলাল মিয়ার ছেলে সুলতান মাহমুদ (১৯) এবং ধনাসালা গ্রামের আঃ বারী’র ছেলে নূর আলম (২০)।
আজ শনিবার বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৩ এর সিনিয়র এএসপি (মিডিয়া) সিদ্দিক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পীরগঞ্জ উপজেলার সোডাপীর বাজারে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জিহাদি বই, বিভিন্ন ধরনের লিফলেট ও প্রশ্নপত্র উদ্ধার করা হয়। তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানান, দীর্ঘদিন ধরে তারা গাইবান্ধা অঞ্চলে কর্মকান্ড চালাচ্ছিলেন। প্রত্যেকে নিয়মিতভাবে দলের জন্য চাঁদা তুলতেন। সহজ-সরল মানুষকে ধর্মের অপব্যাখ্যা দিয়ে নিজেদের দলে নেয়ার চেষ্টা চালাতেন গ্রেফতাররা।
Leave a Reply