পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ।-রংপুরের পীরগঞ্জ উপজেলার টুকুরিয়ার ইউনিয়নের জৈয়ন্তপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি মেশিন জব্দ এবং ২টি মেশিন পানিতে ডুবে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ৯ জানুয়ারী রবিবার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খাইরুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। রবিবার বিকাল থেকে সন্ধ্যা রাত ৮টা পর্যন্ত এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খাইরুল ইসলাম জানান, “সরকারি নির্দেশ অমান্য করে পীরগঞ্জ উপজেলার জৈয়ন্তীপুরে প্রধানমন্ত্রীর প্রতিশ্রæত ব্রীজ নির্মানাধীন জৈয়ন্তপুর ব্রীজের পাশেই অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে এসে মোবাইল কোর্ট এর মাধ্যমে মালিক না থাকায় মেশিন জব্দ করা হয়েছে।”দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতি টের পেয়ে দ্রæত বালু ব্যবসায়ীরা পালিয়ে যায়। দুপুর থেকে দীর্ঘ ৪ ঘন্টা ধরে অভিযান চালনোর পর বালু ব্যবসায়ীরা না আসায় ২টি মেশিন পানিতে ডুবে দেওয়া হয় এবং একটি মেশিন জব্দ করে পুলিশ হেফাজতে আনা হয়। বালু উত্তোলন প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খাইরুল ইসলাম জানান।
Leave a Reply