বজ্রকথা প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে টাকা উত্তোলন করায় ৫ জনের নামে পীরগঞ্জ থানায় মামলা হয়েছে। মামলা নং ১০/৩৬০ তারিখ ০৩/১০/২২
অভিযুক্তরা হলেন,১। শফিকুল ইসলাম,পিতা মৃত আব্দুল লতিফ,গ্রাম চাঁপাবাড়ী, পীরগঞ্জ -রংপুর, ২। মোঃ আনিছার মন্ডল, পিতা মৃত আয়েজ উদ্দিন, গ্রাম ছোট মির্জাপুর, পীরগঞ্জ-রংপুর, ৩।মোঃ মোখলেছুর রহমান অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ৪। মোঃ সাইদুর রহমান অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ৫। মোঃ আসাদুজ্জামান অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ।পুলিশ ইতোমধ্যে ১ নং ও ২ নং অভিযুক্তকে আটক করেছে।
পীরগঞ্জ উপজেলার প্রশাসনিক কর্মকর্তা স্বপন চন্দ্র মহন্ত স্বাক্ষরিত মামলার এজাহার সুত্রে জানা যায়, উপজেলা নির্বাহী অফিসের সরকারী অনুদান ও সাহায্য সংক্রান্ত সোনালী ব্যাংক শাখার ৫০১৮৭০২০০১৪৫৪ নম্বর হিসাব এর ১০টি চেকের পাতা গত ২২ জুন থেকে ২৯ সেপ্টেম্বরের মধ্যে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোখলেছার রহমান, সাইদুর রহমান ও আসাদুজ্জামান সঙ্গোপনে চেক চুরি করেছেন এরং উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর জাল করে আটককৃত আসামীদের দিয়ে সাত (৭) চেকের বিপরীতে ৩৫ হাজার টাকা উত্তোলন করেছেন।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার অভিযুক্ত ওই তিন কর্মচারী নিজেদেরকে নির্দোষ দাবী করছে। অপরদিকে এই ঘটনার ব্যাপারে উপজেলা প্রশাসন এখন পর্যন্ত অভিযুক্ত তিন কর্মচারীর অপকর্মের ব্যাপারে কারণ দর্শনোর নোটিশ দেয়নি বা তদন্ত কমিটি গঠন করেন নাই বলে জানা গেছে।
মামলার বাদী উপজেলার প্রশাসনিক কর্মকর্তা স্বপন চন্দ্র মহন্ত এজাহারে উল্লেখ করেন টাকা উত্তোলনকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নির্বাহী কর্মকর্তার কাছে শফিকুল ইসলাম ও আনিছার মন্ডলকে জিজ্ঞাসাবাদ করাকালে তারা ঘটনার সত্যতা স্বীকার করেন।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল জানান, মমলা হয়েছে দুইজনকে আটক করে আদালতের মাধ্যমে কোর্টে প্রেরণ করা হয়েছে বাকী আসামীদের ধরার প্রক্রিয়া চলমান আছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায় বলেছেন, মামলা হয়েছে তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।
Leave a Reply