সুলতান আহমেদ সোনা।- রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় উন্নয়ন কর্মকান্ডে দুর্নীতির আছড় হয়েছে। কোন ভাবেই অনিয়ম দূর্নীতি বন্ধ করা যাচ্ছে না। অভিযোগ, লেখালেখি,ঝাড় ফুক. পানি পড়া, তবিজ কবজ কোন কিছুতেই কাজ হচ্ছে না। ঠিকাদারগণ আপন খেয়ালে কাজ সারছেন,সংশ্লিষ্ট বিভাগ মুখে কুলপ এটে, চোখে কালো চশমা দিয়ে বসে আছেন। যেখানেই নদী খনন, ড্রেন, রাস্তা-ঘাট,পুল,কালভার্ট, স্থাপনার কাজ হচ্ছে সেখানেই মিলে ঝিলে অপকর্ম করা হচ্ছে। সাধারন জনগণ পীরগঞ্জের অনিয়ম দেখে দেখে বিরক্ত ও ক্ষুব্ধ ! সাধারণ মানুষ আছে বিপদে কারণ, গ্রামের সাধারণ মানুষ সরকারি কাজে অনিয়ম এর অভিযোগ তুললে বা কাজে বাধা দিলে তাদেরকে ঠিকাদারের গুন্ডা বাহিনী হুমকি ধামকি দিচ্ছে, চাঁদাবাজির মামলা দেয়ার ভয় দেখাচ্ছে। সে কারণে এখন আর সাধারন মানুষ উন্নয়ন কাজের অনিয়ম দুর্নীতি দেখলেও কোন কথা বলে না। অপর দিকে সাংবাদিকদের হয়েছে জ্বালা! অনিয়ম,দুর্নীতির খবর না লিখলে লোকজনে বলছে, টাকা খেয়ে চুপ করে আছে! লিখলে ঠিকাদার বলছেন, টাকা দেইনি তাই লিখছে। হর্তারা বলেন, সরকারের ভাবমূর্তি নষ্টকরা হচ্ছে, এ সব উন্নয়ন কাজে বাধার সামিল! আবার কেউ খবরের কাগজে দুর্নীতির সংবাদ করলে মামলার ভয় দেখায় দালালরা, ফেসবুকে লিখলে বলে ধান্দা! তার পরেও বিবেকের দায়বদ্ধতা থেকে অনেকেই লিখছেন,কথা বলছেন। কিন্তু প্রতিকার হচ্ছে না। তাই এখানকার অনিয়ম দূর্নীতির বিষয় গুলো মাননীয় সাংসদ এর দেখা উচিত ! কারণ মানুষ নানা কথা বলছে। পীরগঞ্জের রাস্তায় নি¤œ মানের ইট ব্যবহার করা হচ্ছে, বালুর পরিবর্তে মাটি দিয়েই চলছে ভেন্ডাবাড়ি-খালাশপীর সড়কে নির্মান কাজ।জানা গেছে এই সড়কের ঠিকাদার আবু শামাহ্। বালির নামে মাটি সরবারাহকারি আনোয়ার পারভেজ মধু। বাস্তবায়নকারি সংস্থা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) পীরগঞ্জ। শেষ কথা এই উপজেলায় কোন ঠিকাদার সঠিক ভাবে উন্নয়ন কাজ করছে না।
Leave a Reply