রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৪:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
শান্তনা রাণী পেল লায়ন্স ক্লাব অব ঢাকা ইউনিক গ্রীণ এর সহযোগিতা পলিপ্রপাইলিন ব্যাগ ব্যবহার বহন নিষিদ্ধ পীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পৃথিবীর সর্ববৃহৎ জনসম্পৃক্ত সুশৃঙ্খল বাহিনী- রংপুর  রেঞ্জের  পরিচালক দুর্গাপূজা উপলক্ষে পীরগঞ্জে আইন-শৃঙ্খলা সভা ও ডিও (চাল) বিতরণ বিরামপুরে দুর্গোৎসব উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত  দিনাজপুর লায়ন্স ক্লাব এর আয়োজনে অক্টোবর সেবাপক্ষ  পালন   সাবেক মন্ত্রী এডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজারের জানাজা    দিনাজপুরে হোন্ডা শো রুম জুয়েল ট্রেডার্সের ১০ বছর পূর্তি  অনুষ্ঠান ঐক্যবদ্ধ সাংবাদিক তৈরির কারিগর  ছিলেন রুহুল আমিন গাজী 

পীরগঞ্জে এক কৃষক  আবাদ করেছেন  ফাতেমা ধান

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ২৫৪ বার পঠিত

সুলতান আহমেদ সোনা।– রংপুরের পীরগঞ্জ উপজেলায়  এই  প্রথমবার  এক   কৃষক  আবাদ করেছেন  “ফাতেমা ধান”।

কম খরচ, রোগ বালাই নাই, ফলনও বেশী তাই বীজ সংগ্রহ করে কৃষক আলম  মিয়া (৪৫) আবাদ করেছেন ফাতেমা ধান। জানা গেছে ফাতেমা ধানের উৎপাদন অনেক বেশি। এ ধানের চাউল সরু ও সুস্বাদু।

সম্প্রতি পীরগঞ্জ উপজেলার কুমেদপুর ইউনিয়নে এই ধান আবাদ করে ভালো ফলন পেয়েছেন কৃষক  আলম মিয়া, তার সাথে কথা হলে  ওই কৃষক বজ্রকথাকে জানান, তিনি চাকুরী করেন ঢাকার আহসানীয়া মিশনে কিন্তু বাড়ীতে আবাদ রয়েছে তার , স্ত্রী বিউটি বেগম আবাদ দেখা শোনা করেন।

তিনি  জানিয়েছেন, উচ্চ ফলনশীল ফাতেমা ধানের খবর শুনে শেরপুর বগুড়ার আসমাউল মন্ডলের নিকট থেকে বীজ সংগ্রহ করেন এবং তার ২৪ কাঠা জামিতে আমন মৌশুমে চারা লাগান। গত ১১ অক্টোবর আলম মিয়া ধান কেটে মাড়াই করেছেন।

ওই কৃষক আরো জানিয়েছেন, ফাতেমা ধান আমন ও বোর মৌসুমে চাষ করা যায়। বীজ ফেলার ২০ থেকে ২৫ দিনের মধ্যে জমিতে চারা রোপন করতে হয়। তিনি তার অভিজ্ঞতা থেকে জানিযেছেন, ফাতেমা ধান  আবাদ করলে  বোর মৌসুমে ৩৩ শতকের বিঘায়, ৪৫ থেকে ৫০ মন ফলন আসে, অপর দিকে ওই পরিমান জমিতে আমন মৌসুমে ফলন পাওয়া যায় ৩৩ থেকে ৪০ মন।

আলম মিয়া জানিয়েছেন,বোরতে প্রতিশীষে ধান পাওয়া গেছে ৬৫০ থেকে ১০০০টি। আমনে প্রতিশীষে ৪০০ থেকে ৫০০ । এদিকে কুমেদপুর এলাকার কৃষকরা ফাতেমা ধান আবাদে বেশ আগ্রহী হয়ে উঠছেন।

পর্যবেক্ষক মহল মনে করেন, কৃষি বিভাগ সরে জমিন খোঁজ খবর নিয়ে পদক্ষেপ নিলে আগামীতে  আবাদ বাড়তে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com