ষ্টাফ রিপোর্টার।- রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় মৎস্য বিভাগের উদাসীনতার কারণে কারেন্ট জাল ও ঠুঁসি জালের ব্যবহার বেড়ে গেছে। করোনার অজুহাতে মৎস্য বিভাগের কর্মীদের মাঠে তৎপরতা না থাকায় হাট বাজারগুলোতে দেদারছে বিক্রি হচ্ছে কারেন্ট জাল। অপর দিকে পীরগঞ্জসহ উপজেলার খালগুলোতে জেলেরা ঠুঁসি জাল ব্যবহার করে দেশী মাছের বংশ ধ্বংস করছে। বটেরহাট এলাকায় ৩ মাস থেকে ঠুঁসি জাল দিয়ে মাছ মারা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি দেখা দরকার ।
Leave a Reply