বজ্রকথা প্রতিবেদক।- রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় কারেন্ট জালের ব্যবহার বেড়েছে। মৎস্য বিভাগের উদাসিনতা, নজরদারী না থাকার কারনে খালে বিলে, পাথারে এই জাল ব্যবহার করে মাছ ধরা হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে প্রাকৃতিক মাছ যখন ডিম ছাড়তে নালা ডোবা , ধান ক্ষেতে উঠে আসে তখন কারেন্ট জাল দিয়ে সব চেয়ে বেশি মাছ মারা হয়। এ বছর দীর্ঘ সময় বৃষ্টিপাত হবার কারনে কারেন্ট জাল দিয়ে বেশি মাছ ধরা হয়েছে।
এ ছাড়াও এলাকার প্রায় বিলেই জেলে ও সৌখিন মাছুয়ারা কারেন্ট জাল ব্যবহার করে থাকে। পীরগঞ্জে কারেন্ট জালের চাহিদা বৃদ্ধি পাওয়ায় হাট বাজারে খোলা মেলা ভাবেই কারেন্ট জাল বিক্রি করা হয়।পীরগঞ্জ উপজেলার খালাশপীর, চতরা, ভেন্ডাবাড়ী,মাদারগঞ্জ পাশ্ববর্তি ধাপের হাটে কারেন্ট জাল বিক্রি হয়ে থাকে।
Leave a Reply