শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন

পীরগঞ্জে কৃষকের বাড়ি থেকে গরু ধরে এনে জবাই আটক- ২

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৬ মে, ২০২১
  • ১৬৭ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে কৃষকের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে গরু ধরে এনে জবাই করার অভিযোগে পুলিশ জবাইকৃত গরুর মাথা ও মাংসসহ দুজনকে আটক করেছে। গত সোমবার দিনগত গভীর রাতে উপজেলার চৈত্রকোল ইউনিয়নের জলাইডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। মামলার এজাহার ও গ্রামবাসী সুত্রে জানাগেছে, ঘটনার রাতে জলাইডাঙ্গা গ্রামের আব্দুর রউফের ছেলে গোলাম রব্বানী (৩৫) ও মৃত. দলিম উদ্দীনের ছেলে রেজাউল ইসলাম ওরফে এজারুল (৩৬)সহ সংঙ্গবদ্ধ একটি দল একই গ্রামের মৃত. জোনাব আলীর ছেলে রাজু মিয়া (৪২) এর বাড়িতে হামলা চালিয়ে তার গোয়াল ঘর থেকে প্রায় অর্ধ লক্ষাধিক টাকা মুল্যের ১টি গোরু নিয়ে এসে রাতের আধারে মামলার অন্যতম আসামী রুবেল মিয়ার বাড়িতে জবাই করে মাংস ভাগাভাগি করার সময় খবর পেয়ে ভেন্ডাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে উল্লেখিত গোলাম রব্বানী ও রেজাউল ইসলামকে আটক করে। এ ব্যাপারে গরুর মালিক কৃষক রাজু মিয়া বাদী হয়ে ১৩ জনকে আসামী করে পীরগঞ্জ থানায় ২৫ মে/২১ খ্রি: মঙ্গলবার দুপুরে মামলা দায়ের করেছে। আটককৃত আসামীদ্বয়কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ভেন্ডাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান বলেন- যে কাজটি করা হয়েছে সেটি অবশ্যই নিন্দনীয়। আসামীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com